চট্টগ্রাম বঙ্গবন্ধু মিলনায়তন হলে আয়োজিত অমিতাভ মীর সম্মাননা স্মারক এ ভূষিত হলেন বিশিষ্ট কবি নুরুল কবির করিমী

0

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : কবিতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য কবি অমিতাভ সম্মাননা স্মারক কে ভুষিত কবি নুরুল কবির করিমীকে। চট্টগ্রামে বাংলা কবিতাঙ্গন আন্তর্জাতিক ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম জামালখান রোডস্থ বঙ্গবন্ধু মিলনায়তন চট্টগ্রাম প্রেস ক্লাব হলে বাংলা কবিতাঙ্গন এর আন্তর্জাতিক গুনীজন সম্মাননা ও ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন – ২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা প্রিয়কবি ফারুক মুহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একুশে পদক ও বাংলা একাডেমী বিজয়ী কথাসাহিত্যিক অধ্যক্ষ হরিশংকর জলদাস,সম্মানিত প্রধান আলোচক, কবি, গবেষক ও জ্ঞানতাপস,প্রাকৃতজ শামিমরুমি টিটন, সংবর্ধিত গুনীজন বাংলা একাডেমী পুরস্কার বিজয়ী কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, বিশেষ অতিথি ডঃ মুহাম্মদ ফরিদুদ্দীন ফারুক,সম্মানিত বিশেষ আলোচক,কবি, সংগঠক ও চলচ্চিত্রাভিনেতা,এ বি এম সোহেল রশিদ, বিশেষ অতিথি কবি,সংগঠক ও নাট্যকার,মোসলেহ উদ্দীন, সম্মানিত আলোচক, কবি, সাংবাদিক ও শিক্ষাবিদ,কমরুদ্দীন আহমদ,সম্মানিত অতিথি আলোচক, কবি ও শিক্ষাবিদ,হাসান মনজু।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা,খুলনা ময়মনসিং,বরিশাল,রংপুর,ব্রাহ্মনবাড়িয়া সহ বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত গুনিমান্য কবিগণ। সকল কবিদের সুন্দর আলোচনা ও কবিতা পাঠ, কাব্যগ্রন্থ উন্মোচন সহ গুনিমান্য কবিদের ভোজন বিলাসের মাধ্যমে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।এই সময় চট্টগ্রামের কবি, সংগঠক ও মানবধিকার কর্মী– অমিতাভ মীর সম্মাননা স্মারকটি বিশিষ্ট কবি নুরুল কবির করিমীর হাতে তুলে দিয়ে গুণীজন সংবর্ধনা জানানো হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.