নীলফামারীতে বিদ্যুৎ শর্ট সার্কিট আগুনে পুড়লো ৮ বসতঘর

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি :  ক্রমেই আগুনে বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটছে, মানুষ কিছুটা সন্ধিহান। ২৬ শে ফেব্রুয়ারী রোজ শনিবার রাত ৮ টা ত্রিশ মিনিট সময়ে, এলাকাবাসী জানান, পল্লী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটে, সেই আগুনে পুড়েগেল ৪ পরিবারের ৮ টি কাঁচাপাকা ঘড়।ঘটনা পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী (হরতকিতলা) গ্রামে। ব্যাক্তিরা হলেন জাহাঙ্গীর, সামাদ, মৃনাল আলী, তাদের উভয়ের পিতা মৃতঃশাহজাহান আলী।সামাদ ইসলামের ছেলে রতন ইসলাম,খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর উপ পরিচালক আমিরুল ইসলাম জানান দ্রুত খবর পাওয়ার কারনে আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়েছে। পরিবার গুলোর তিনটিগরু, চারটি ছাগল, তিন লক্ষাধিক টাকা, সামাদ ও রতনের পাকাবাড়ি, ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ বিশ লক্ষ টাকা। এখন পরিবার গুলো ছেলে মেয়ে নিয়ে মানুষের ধারকরা টিনের চালা টানিয়ে রাত কাটাচ্ছে।

কথা হলেপলাশবাড়ী ইউপিচেয়ারম্যান ইব্রাহিম তালুকদার জানান পরিবারগুলোর খোঁজখবর রাখছি, তাৎক্ষনিক ভাবে জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে টাকা, চাল, কম্বল, শুকনো খাবার পরিবার বিতরণ করেন।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.