শেরপুরের নকলায় যুব উন্নয়নের ঋণের টাকার চেক প্রশিক্ষণ ভাতা বিতরণ ও মাস ব্যাপী কোর্স উদ্ভোধন
নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে যুব ঋণের টাকা চেক এর মাধ্যমে প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠান ও মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করা হয়েছে । শনিবার সকালে যুব অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি আজাহারুল ইসলাম খান মহাপরিচালক গ্রেড ১ বলেন দক্ষ যুব তৈরী হলে চাকুরীর পিছনে যুবকদের আর ঘুরতে হবেনা । তারা নিজেরাই আত্বনির্ভরশীল হতে পারে ।
এসময় নকলা উপজেলার ৯০ জন যুবক যুবতীকে ৬০ হাজার করে টাকা প্রদান ও ১ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহম্মেদ মহাপরিদর্শক যুব উন্নয়ন অধিদপ্তর , উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ,বক্তব্য রাখেন ইউএনও মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুব উনয়ন কর্মকর্তা মো: মকবুল হোসেন প্রশিক্ষিত যুবকদের মধ্য থেকে শ্লোগান উঠে দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। মোট ৫৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।