শেরপুরের নকলায় যুব উন্নয়নের ঋণের টাকার চেক প্রশিক্ষণ ভাতা বিতরণ ও মাস ব্যাপী কোর্স উদ্ভোধন

0

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে যুব ঋণের টাকা চেক এর মাধ্যমে প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠান ও মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করা হয়েছে । শনিবার সকালে যুব অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি আজাহারুল ইসলাম খান মহাপরিচালক গ্রেড ১ বলেন দক্ষ যুব তৈরী হলে চাকুরীর পিছনে যুবকদের আর ঘুরতে হবেনা । তারা নিজেরাই আত্বনির্ভরশীল হতে পারে ।

এসময় নকলা উপজেলার ৯০ জন যুবক যুবতীকে ৬০ হাজার করে টাকা প্রদান ও ১ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহম্মেদ মহাপরিদর্শক যুব উন্নয়ন অধিদপ্তর , উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ,বক্তব্য রাখেন ইউএনও মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুব উনয়ন কর্মকর্তা মো: মকবুল হোসেন প্রশিক্ষিত যুবকদের মধ্য থেকে শ্লোগান উঠে দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। মোট ৫৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.