নাটোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের সাথে সাথে নাটোরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালিত হয়। ১৫ মার্চ মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোরের সভাপতি শামীমা লাইজু নীলা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এই আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ ব্যবসায়ী, সমাজ কর্মীরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.