সাতক্ষীরার কলারোয়ায় মিথ্যা ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে মানববন্ধন
রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার আটুলিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আরিফ নামের এক যুবককে মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে রোববার বেলা ১১টায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের আটুলিয়া মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। আওয়ামী লীগ নেতা শামছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিথ্যা মামলায় কারাগারে থাকা আরিফের স্ত্রী শারমিন আক্তার, বোন পারুল আক্তার, পিতা একরাম আলী, স্থানীয় বাসিন্দা কুলছুম, সাহিদা খাতুন, পারভিনা আক্তার, সাবেক মেম্বর নেহাল উদ্দীন, শিক্ষক আব্দুল মুজিদ ও এ মামলার ভিকটিম তাছলিমা খাতুনের দাদা ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, আরিফ অত্র এলাকায় একজন নম্র ভদ্র যুবক হিসেবে পরিচিত। এ মামলার বাদী পারভীনা খাতুন তার কন্যা তাছলিমাকে দিয়ে আরিফের বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষন মামলা দায়ের করেন। অথচ তাছলিমা সম্পর্কে আরিফের চাচা। তাছলিমাদের বসবাসের কোন জায়গা না থাকায় আরিফের পিতার দেওয়া জমিতে তারা বসবাস করেন। ওই জমি নিয়ে বিরোধের জেরে আরিফের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছেন তাছলিমার মা পারভীনা আক্তার। বক্তারা এ সময় আরিফের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবি জানান।