নীলফামারীর ডোমারে মিশ্র বাগান চাষে লাভবান কৃষক ফিরোজ আল মামুন
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ডোমারে মিশ্র ফল বাগান চাষ করে লাভবান হওয়ায় ব্যপক খুশি কৃষক ফিরোজ আল মামুন। তার দেখে এলাকার অনেক কৃষক মিশ্র ফল বাগান চাষে আগ্রহী হয়ে উঠছে । শখের বশেই বাগানের চাষ শুরু করেন ফিরোজ আল মামুন। ২০১৩ সালে, তবে শুরুটা মোটেই সুবিধার ছিলনা, নানা প্রতিকুলতা কেটে যাওয়ার ৯ বৎসর পড় লাভের দেখা পেলেন ফিরোজ আল মামুন, বাগানে এখন প্রায় নারকেল, লিচু, মালটা, আম গাছ মিলে প্রায় দুই শত আশিটা গাছ আছে। শুরু থেকে এখন অব্দি খরচ প্রায় দু’লক্ষ টাকা।
দুই হতে তিন বৎসর ধরে আসল ঘড়ে তুলে এখন লাভের মুখ দেখছে।প্রতি বৎসর ডাকের মাধ্যমে এখন তার বাগান বিক্রী হয়, লক্ষ টাকার উপরে।হরিনচড়া ইউনিয়ন তিন নংওয়ার্ডে মৃত আনারুল ইসলাম এর বাগান চাষী ছেলে ফিরোজ আল মামুন বলেন,এক একর ৩৩ শতাংশ জমিতে মিশ্রফল বাগান চাষ শুরু করি।পরাশুনা মাস্টার্স, জমিতে চাষাবাদে জীবিকা, রতিদিন জমিনে দেখভাল করতে হয়, চাকরির পেছনে গিয়ে যখন জোটেনি, তখন বাবার রেখে যাওয়া সে সম্পত্তি আছে তাতে চাষাবাদ শুরু করি। বাড়তি আয় হচ্ছে শখের বাগান থেকে, চলে যাচ্ছে দিন,মনের উৎসাহ কয়েক গুন বেড়ে গেছে । তবে এ কথা না বল্লে ছোট করা হবে বাগানের রোগ বালাই সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান ও উপসহকারী অফিসার নাজির হোসেন। ব্যাপক সহযোগিতা করতেন আমাকে।