পাবনা কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

0

পাবনা প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পাবনা কলেজের উদ্যোগে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার সকাল সাতটায় কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বের করা হয় র‌্যালি। র‌্যালিটি স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ডক্টর মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক পারভীন আরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

পরে মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আলহাজ¦ মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.