রামনগর বটতলা বাজারের যাত্রী ছাউনির বেহাল দশা

0

তুষার হাবিব ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তিন নম্বর তাহেরহুদা ইউনিয়নের হরিনাকুন্ডু টু কুষ্টিয়ার সংযোগ স্থল পথ লালন সড়ক সংলগ্ন রামনগর বটতলা বাজারের যাত্রী ছাউনির বেহাল দশা । যাত্রী ছাউনির উপরে ছাদ নেই, পাশের কালভার্টটি ভাঙা, বৃষ্টি ও মসজিদে ওযুতে ব্যবহার করা পানি যে নালা দিয়ে পাশের খালে গিয়ে পড়ে সেই নালা ময়লা মাটিতে ভরপুর, পুরো বাজারে যেখানে সেখানে ময়লা আবর্জনা তাতে বাজারের বেহাল দশা যেন দেখার কেউ নেই। এলাকাবাসীর প্রাণের দাবি ভগ্ন যাত্রীছাউনিটি ভেঙে কালভার্ট ও নালার সংস্কার করে বটতলা বাজারের চার রাস্তার মোড় প্রশস্ত এবং একটি ভাস্কর্য তৈরি করা। রামনগর বটতলা বাজার এটি চার রাস্তার মোড় কুষ্টিয়া থেকে, ঝিনাইদহ থেকে, আলমডাঙ্গা জামজামি থেকে, এবং শ্রীপুর ধুলিয়া গ্রামের রাস্তার এসে মিলিত হয়েছে রামনগর বটতলা বাজারে। প্রতিদিন শত শত নামি, দামি ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই স্থান দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে।

দীর্ঘদিন ধরে এই বাজারের যাত্রী ছাউনি ও কালভার্ট ও নালা পরিত্যক্ত অবস্থায় আছে।জানা যায় ১৯৯৪ সালে যাত্রী ছাউনিটি ভ্রাম্যমান যাত্রীদের বিশ্রামের জন্য তৈরী করা হয়। সাথে প্রসাব খানা ও পায়খানা তৈরী করা হয় কিন্তু সময়ের পরিক্রমায় প্রসাবখানা ও পায়খানা বিলুপ্ত হয়ে গেছে এবং বিভিন্ন সময় যাত্রী ছাউনিটির সংস্কার করার জন্য বাজেট আসলেও সেই বাজেটের ৫% কাজ হয়নি। রামনগর বটতলার স্থানীয় বাসিন্দা সাবান শাহ্ “বিডি ২৪ ভিউজকে” বলেন বর্তমান গাড়িঘোড়ার অনেক চাপ প্রায় ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে, মোড়ে যত্রতত্র ভ্যান, ইজিবাইক, নসিমন এলোমেলো রাখার জন্য। তিনি আরও বলেন যাত্রী ছাউনিটি ব্যবহার অন উপযুক্ত তাই এটি ভেঙে এর পিছনে রাস্তার যে সরকারি জায়গা আছে, সেই জায়গাটুকু মাটি দ্বারা ভরাট করে একটা চত্বর করা হোক। তাহলে এখানে দুর্ঘটনা কম হবে। স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ, ফল দোকানদার সুরুজ, স্থানীয় ব্যবসায়ী আনিচ সহ অনেকে আমাদের প্রতিনিধির কাছে বলেন “বিডি ২৪ ভিউজের ” মাধ্যমে হরিনাকুন্ডু- ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দীকি সমি , জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো : জাহাঙ্গীর হোসাইন, এবং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনজুর রাশেদ সহ সবার কাছে আমাদের অনুরোধ যেন দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.