কাপ্তাই সীতাদেবী মন্দিরে তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও সীতা মেলা সম্পন্ন
মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তীর্থস্থান রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতাদেবী মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে অষ্টম প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও সীতা মেলা দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।এতে কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে উৎসব অঙ্গন সীতা দেবী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
ঝুলন দত্তের সঞ্চালনায়, রতন দাসের সভাপতিত্বে আশীষ কুমার দাশের স্বাগত বক্তব্যে’র মাধ্যদিয়ে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দিপ্তীময় তালুকদার, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উমেচিং মারমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশ্লিমং মারমা, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, শীতা দেবী মন্দীরের উন্নয়ন কাজের জন্য কমিটি সভাপতি রতন দাশ ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশের নিকট আনুষ্ঠানিক ভাবে নগদ ৫০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।