হরিনাকুন্ডুতে এসডিএফের উদ্যেগে আলোচনা সভা
তুষার হাবীব, হরিনাকুন্ডু প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা শাখার “সোস্যাল ডেভলেপমেন্ট ফাউন্ডেশন” (এসডিএফ) এর উদ্যোগে জেলার হরিনাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সংস্থার জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে, হরিনাকুন্ডুর ক্লাস্টার অফিসার (ভারপ্রাপ্ত) মাহাবুব হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মুনজুর রাশেদ।চেয়ারম্যান ৩ নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার জেলা কর্মকর্তা অসীম কুমার সাহা, সংস্থার অন্য জেলা কর্মকর্তা হুমায়ুন কবির, হরিনাকুন্ডু প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (তুষার হাবীব), ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সংরক্ষিত মহিলা মেম্বার সাকিরন নেছা, প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউপি সদস্য খলিল মোল্লা, ইউপি সদস্য আরিফ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রাজা, ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউপি সদস্য আক্তার, ইউপি সদস্য সোনাসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মনজুর রাশেদ বলেন, এসডিএফ, সংস্থা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতার অ-লাভ জনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাম্য দরিদ্র নারীদের ক্ষমতায়নের জন্য টিকসই সংগঠন তৈরির মাধ্যমে গ্রাম্য নারীদের উন্নয়নমুলক কাজ করে থাকে। তিনি আরও বলেন এসডিএফ সংস্থার উন্নয়ন মূলক প্রতিটা কাজের সাথে আমি ও আমার ইউনিয়ন বাসী একাত্মতা করে সবসময় কাজ করবো। আলোচনা কালে হরিনাকুন্ডু প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (তুষার হাবীব) বলেন, এসডিএফ সংস্থার সকল ভালো কাজে হরিনাকুন্ডু প্রেসক্লাব পাশে থাকবে, তিনি আরও বলেন, বেশী করে আমাদের এলাকার দরিদ্র, অসচ্ছল নারীদের ক্ষমতায়নের জন্য টিকসই সংগঠন তৈরি করতে আমি আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে কাজী হাসানুজ্জামান এসডিএফ সংস্থা সম্পর্কে ও কার্যক্রম প্রসঙ্গে বিশদ আলোচনা করেন, তিনি আরও বলেন আমাদের এই সংগঠন মুলত গ্রামীন অসচ্ছল নারীদের ক্ষমতায়নের জন্য টিকসই সংগঠন তৈরির মাধ্যমে গ্রামীণ পরিবেশে নারীদের উন্নয়নে কাজ করার উদ্দেশ্য প্রতিষ্ঠিত একটা সংগঠন। এই সংগঠন মাত্র ৪% লাভ্যাংশ হারে ঋন প্রদান করবে।