আধঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেল বান্দরবান বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকা
রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: আধঘন্টার ভারি বর্ষনের ফলে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে বান্দরবান বাসটার্মিনাল এলাকা সহ আরো কয়েকটি এলাকা।
দুপুর ২টা থেকে টানা ৩০ মিনিটের ভারি বৃষ্টি বর্ষনের ফলে বাসটার্মিনাল এলাকা সহ আশপাশের নিম্নাঞ্চল এলাকা পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে,হঠাৎ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে বান্দরবানে বেড়াতে আশা অনেক পর্যটক।
জলাবদ্ধতা সৃষ্টির কারনে বাস টার্মিনাল এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হয়,এতে ভোগান্তিতে পড়ে টার্মিনাল এলাকায় বসবাসকারী জনসাধারণ।
এদিকে বান্দরবান আবহাওয়া অফিসের তথ্য মতে ৮ই মে রবিবার দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে বলে জানাগেছে।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান,সকাল থেকেই আকাশ কিছুটা পরিস্কার থাকলেও ঘুর্ণিঝড় আসানির প্রভাবে বান্দরবানের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে,এছাড়াও রাতের দিকে বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরো জানান আগামী ১০ই মে এর পর হতে জেলায় বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধি পাবে।