সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

0

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি হয়েছে। রোববার (০৮ মে) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। কলারোয়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন চাঁদাবাজী মামলার আসামী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন তাকে কারাগারে পাঠানো হয়। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে। এটি মেনে নেওয়া যায় না। বক্তারা এ সময় অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন। উল্লেখ্য : গত ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.