হরিণাকুণ্ডুতে বৃদ্ধাশ্রমে ‘মা’ দিবস

0

তুষার হাবীব, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘মা’ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে সোমবার সকালে শহরতলির জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে এই আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেণ ইউএনও সুস্মিতা সাহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। এ সময় পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) রিয়াজুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, কাউন্সিলর আবদুর রাজ্জাক এবং ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ইসমত আরাসহ অসহায় বেশ কয়েকজন ‘মা’ স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেণ প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাইফুজ্জামান তাজু। সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে খাদ্যসামগ্রী, ফ্যান ও একজন অসুস্থ মাকে ক্রাচ প্রদান করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.