বান্দরবান সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন
রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালে আউটসোর্সিং এ কর্মরত সকল কর্মচারীগনদের বকেয়া বেতন আদায়, চাকরী স্থায়ীকরন ও আউটসোর্সিং প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ ১৫ মে শনিবার সকালে বান্দরবান সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মরতচারীরা বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গনে এই মানব বন্ধন করে ।
হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী সমিতির ওয়ার্ডবয় উসাইমং মারমার সভাপতিত্বে এই সময় মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন আউটসোর্সিং কর্মচারী মোঃ ফারুক, নুমংপ্রু মারমা , শাহনা আক্তার সহ আরো অনেকে । মানববন্ধনে কর্মচারীরা বলেন ২০২০ সালে আমাদের বান্দরবান সদর হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় । নিয়োগের ১ বছর পর শুধু ৬ মাসের বেতন প্রদান করে বর্তমানে ৭ মাস পর আমাদের বেতন ভাতা বন্ধ রেখে ২০২২ সালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আমাদের চাকরি নেই প্রকল্পের মেয়াদ শেষ । বর্তমানে ১৭ জন কর্মচারী কি করে আমরা চলবো পরিবার নিয়ে ।
তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অবিলম্বে বন্ধ বেতন ভাতা পরিশোধ করে যাতে আউটসোর্সিং প্রকল্প বাতিল করে আমাদের চাকরি স্থায়ীকরন করা হয় । যাতে আমরা পরিবার নিয়ে বাঁচতে পারি ও হাসপাতালে ভর্তিরত গরিব দুঃখী অসহায় রোগীদের সেবায় কাজ করতে পারি ।