পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পাবিপ্রবিতে আনন্দ শোভাযাত্রা

0

নিজস্ব প্রতিনিধি : আজ ২৫ জুন শনিবার বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু’র শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ৯.১৫ মিনিটে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ র‌্যালী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আনন্দ র‌্যালি শেষে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ২ তে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রদর্শনী অনুষ্ঠানে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আজ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আরেকটি বিজয় অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। একটি বড় ভিশনের জন্যই আজ সেটি বাস্তবে রূপলাভ করেছে। এর সাথে যারা যুক্ত ছিলেন, সবাইকে আমাদের সম্মান দিতে হবে। তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সকাল ১১ টা থেকে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পুরো প্রদর্শনী অনুষ্ঠান উপভোগ করেন।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.