কর্ণফুলী পেপার মিল এলাকায় মোটর রোটার চুরির ঘটনায় আটক – ৩
মাহফুজ আলম, ( কাপ্তাই রাঙামাটি) থেকে : কাপ্তাই কেপিএম আবাসিক এলাকার ব্রিকফিল্ডের স্বয়ংক্রিয় মেশিনের ইট তৈরীর পরিত্যক্ত ভবন থেকে চুরি করার সময় প্রথমে দুই চোরকে আটক করে পুলিশ, পরে শনিবার তথ্য অনুযায়ী এ ঘটনায় আরো একজনকে আটক করে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন নির্দেশনা মোতাবেক শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কেপিএম ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও স্থানীয় লোকজনের সহযোগীতায় চোরদের আটক করে। আটককৃতরা হলেন ১/মোঃ সেলিম (৩৫) ২/ মোঃ সবুজ (৩২) ও জাহিদ ( ৩০)।
তারা তিনজনই ১ং চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দার। কেপিএম ডিসিএল বাংলো পুলিশ ক্যাম্প ইনচার্জ দীপকবড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে কেপিএম এর ব্রিকফিল্ড মাঠ সংলগ্ন পরিত্যক্ত ভবনের ভিতরে চুরি করার শব্দ শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে তিনি তাঁর ক্যাম্পের পুলিশ সদস্যদের নিয়ে এবং স্থানীয় লোকজনদের সহযোগীতায় পরিত্যক্ত ভবনটি ঘিরে ফেলেন। একপর্যায়ে ভবনে ভিতরে ডুকে চোরদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় । পরের দিন শনিবার চুরি হওয়া মালামাল মোটর রোটার, একটি সিএনজি ( অটোরিকশা)সহ চুরির ঘটনায় আটক তিনজনকে কাপ্তাই থানায় সোপর্দ করা হয়। এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, এব্যাপারে কেপিএমের সংশ্লিষ্ট বিভাগ প্রধান এর প্রতিনিধি সিংনু মং মারমা কাপ্তাই থানায় একটি এজাহার দায়ের করছেন। যার মামলা নম্বর-২ তারিখ ১৫/৭/২০২২। ওসি আরও জানান কাপ্তাই থানা পুলিশ ১৬ জুলাই শনিবার বিধি মোতাবেক আটককৃতদের রাঙামাটি আদালতে প্রেরন করেছে।