ড.ইকবার কবীর জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিবেকের মানববন্ধন
সোম মল্লিক, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ড. ইকবাল কবীর জাহিদের বিরুদ্ধে প্রকৌশলীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিবেক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার শতাধিক সদস্য।
মঙ্গলবার (১৯ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংস্থাটি। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা কামাল হোসেন, সভাপতি ওবায়দুল ইসলাম অভি, আন্তর্জাতিক বিষয়ক সদস্য কাজী ফেরদৌস হোসেন, সহ-সম্পাদক সেলিম হোসেন সহ অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা ড. ইকবাল কবীর জাহিদকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং যবিপ্রবির প্রকৌশলী মিজানুর রহমানের দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যথায় সংস্থার পক্ষ থেকে আরো বড় প্রতিবাদ কর্মসূচি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংস্থার নেতৃবৃন্দরা।
এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- উপদেষ্টা পলি বেগম,সহ সভাপতি আশিকুর রহমান টনি সহ সম্পাদক সেলিম হোসাইন, দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু, দূর্যোগ বিষয়ক সম্পাদক আসিফ সেতু, চিকিৎসা বিসয়ক সম্পাদক ইসতিয়াক রবিন, সাংগঠনিক সম্পাদক এমএইচ উজ্জ্বল, মহিলা বিষয়ক সপ্মাদিকা শারমিন আক্তার, সদস্য মাসুম হোসেন, তরিকুল ইসলাম, খন্দকার তরিকুল ইসলাম, জহুরুল ইসলাম, বিশ্বজিৎ, ইরফান, জাহিদ প্রমুখ।