সাতক্ষীরায় সাড়ে তিন হাজার শ্রমিকের অংশগ্রহণে শ্যামনগর উপকূলে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান
রিজাউল করিম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপকূলে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। গতকাল সোমবার সকাল ৭টা থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় স্বেচ্ছা শ্রমে প্রায় ১৭শ শ্রমিকের অংশগ্রহণে এই বাঁধের কাজ শুরু করা হলেও এখন পর্যন্ত বাঁধটি মেরামত করা সম্ভব হয়নি। তবে আজ সকাল থেকে আরও দুই হাজার স্থানীয় স্বেচ্ছা শ্রমিকের অংশগ্রহনে বাঁধের কাজ চলমান আছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক এবং ইউনিয়ন পরিষদ ও এনজিও’র শ্রমিকসহ প্রায় সাড়ে তিন থেকে চার হাজার উপকূলীয় শ্রমিকের অংশগ্রহনে বাঁধ মেরামত কার্যক্রম চলমান রয়েছে। আজ বাঁধটি সম্পূর্ণ মেরামত করা সম্ভব না হলেও জোয়ারের পানি লোকলয়ে প্রবেশ বন্ধ করা সম্ভব হবে আশাকরি। তবে আগামি কাল বাঁধের সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, আজ ১৯ জুলাই বাধেঁর কাজ শেষ নিয়ে আমরা আশাবাদী।