বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
মাহফুজ-আলম,কাপ্তাই(রাঙামাটি) থেকে : এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম কাপ্তাই কৃত্রিম হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি পুকুরে মাছ চাষ ও ক্রিকের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর জন্য কাজ করার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার- এমপি।সোমবার (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনে, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক আব্দুর রহিম, বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস।