পাবনা পৌরসভার ১০৭ কোটি টাকার বাজেট ঘোষণা

0

রফিকুর ইসলাম সুইট : অতিরিক্ত করারোপ ছাড়াই নান্দনিক পৌরসভা গড়তে পাবনা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১০৭ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬২৭ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র শরীফ উদ্দিন প্রধান । বুধবার সকালে পৌরসভায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি। বাজেটে রাজস্ব আয় ৩৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন আয় ৬৫ কোটি ৪৯ লাখ টাকা, মূলধন৩ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ১৮ কোটি ৫০ লক্ষ, উন্নয়ন ব্যয় ৫৬ কোটি ১৪ লক্ষ, মুলধন ব্যয়( ঋনের কিস্তি) ৩ কোটি ৬০ লক্ষ এবং সমাপনী স্থিতি ২৯ কোটি ১৮ লক্ষ টাকা ধরা হয়েছে। পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান এর সভাপতিত্বে এবং কর্মকর্তা নুরুল আল বিশ^াস লিন্টু এর সঞ্চালনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহিম, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, যুগান্তর ও চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী, রিজভী রাইসুল ইসলাম জয়, কাজী মোর্শেদ বাবলা, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ(ভারপাপ্ত) মো. আব্দুস সামাদ খান, পৌরসভার নিবাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিন. হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কাউন্সিলর আমিনুর রহমান বাদল।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, পাবনা পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত, নির্মল নগরী গড়ে তুলতে কাজ করছি। একটি সুন্দর নগর গড়ে তুলতে বিভিন্ন দাতা গোষ্ঠি, সরকার এবং পৌরবাসীর সার্বিক সহযোগীতা চাই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.