দেশীয় প্রযুক্তিতে তৈরি করছিল অস্ত্র অবশেষে র্যাবের হাতে ধরা !
১০ টি দেশীয় ওয়ান শুটারগানসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার মাধপুর থেকে ১০ টি দেশীয় ওয়ান শুটারগানসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী কে গেস্খফতার করেছে র্যাব । আজ ৫ আগস্ট র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার আতাইকুলা থানার মাধপুর মোড়ে” অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ব্যবসায়ী মোঃ বিপ্লব মোল্লা (৩২), পিতা-মোঃ রমজান মোল্লা, সাং-গাও হাটবাড়ীয়া, ২। মোঃ লিটন ইসলাম (২৫), পিতা-মোঃ চাঁন্দু ফকির, সাং-আটবাড়ীয়া (বোয়ালমারী) থানা-সাঁথিয়া, জেলা-পাবনা কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ১০ টি দেশীয় ওয়ান শুটারগান, ২টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করে। র্যাব জানায় আটককৃত আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবৎ নিজেদের ওয়ার্কসপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরী করে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।