কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাহফুজ আলম , কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি : শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৯ টায় কেপিএম হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের হয়ে কাপ্তাই উপজেলা সদর পরিভ্রমণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলা বিভিন্ন মন্দিরের ভক্ত, পুজারী, ইসকন নামহট্র সংঘের ভক্তরা সহ সনাতনি সমাজের শত,শত’ ভক্ত, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহা শোভাযাত্রায় অংশ নেন।
এরপর সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন উদযাপন কমিটির সভাপতি সুর্বণ ভট্রাচার্য্য এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় ,কেপিএম হরিমন্দিরের সভাপতি কেপিএম লিমিটেড এর প্রধান প্রকৌশলী স্বপন কুমার সরকার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন,জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কান্তি ভট্রাচার্য্য স্বাগত বক্তব্য রাখেন।
এর আগে কেপিএম হরিমন্দির প্রাঙ্গণে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রীশ্রী গৌর নিতাই নামহট্র প্রচার কেন্দ্রের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার মহা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি মিশন এলাকা হতে শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার এবং মিশন কুষ্ঠ হাসপাতাল গেইট প্রদক্ষিণ করে আবারও মিশন এলাকা শ্রীশ্রী নামহট্র প্রচার কেন্দ্রে এসে শেষ হয়।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচায্য এবং সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এই শোভাযাত্রার উদ্বোধন করেন। এইসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রীতিষ চন্দ্র দে , অর্থ সম্পাদক উত্তম কুমার মল্লিক, মিশন এলাকা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর, নামহট্র সংঘের সাধারণ সম্পাদক পালক মাধব দাস, অর্থ সম্পাদক অমল হরি কৃপা দাস, সহ অর্থ সম্পাদক শচীসুত দীনপাবন দাস, সাংস্কৃতিক সম্পাদক পরমেশ ঋষিকেশ দাস, সদস্য রুপানুগ মাধব দাস, মথুরা জীবন মাধব দাস, শ্যাম সুন্দর ব্রজেশ্বর দাস, বাসুদেব ও জয় সহ নামহট্র সংঘের সদস্য ও সনাতন সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।