পাবনায় মসজিদে মসজিদে ঈদের জামাত ।

পাবনায় মসজিদে যেভাবে নামাজ আদায় করা হলো ।

0

পাবনা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের জামাত পাবনায় মসজিদগুলোতে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিবারের ন্যায় ছিল না কোন কুলাকুলি, হ্যান্ডসেক বা একে অপরের মধ্যে সৌহার্দপূর্ণতা। সকাল থেকেই মসজিদগুলোতে নামাজের জন্য বিছানো হয়েছিল নানা ধরণের চটসহ নামাজ পড়বার ব্যবস্থা। তারপরও সরকারি ঘোষণা ও মানুষের সচেতনতাই জানান দিচ্ছিল, অধিকাংশ মুসুল্লির হাতে ছিল নিজস্ব জায়নামাজ ও মাথায় টুপি। কয়েকটি মসজিদ ঘুরে দেখা যায়, অধিকাংশ মুসুল্লি বাড়ি থেকেই অযুর কাজ সম্পন্ন করে গেছেন। মসজিদের ভিতরে এবং ছাদেও অনেক স্থানে নামাজ আদায় হয়েছে। তবে মসজিদের সামনে প্রতিবারের ন্যায় ঈদগা মাঠগুলোতে ছিল না কোন সাজগোজ। কেউ কেই ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করেই মসজিদ ত্যাগ করেছেন। শব্দ যন্ত্রের মোনাজাতে বাড়ি থেকে অংশগ্রহণ করেছেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ মাঠ, আরিফপুর সদর গোরস্তান মাঠ, বালিয়াহালট ঈদগা মাঠসহ বড়বড় ঈদগা মাঠ ছিল জনমানব শুন্য। খোঁজ নিয়ে জানা যায়, শহর থেকে গ্রামাঞ্চলের অনেক মসজিদেই সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় হয়নি। অনেকের মধ্যে করোনা ভাইরাস আতংক ও উৎকণ্ঠা ছিল। কেউ কেউ ঈদের নামাজ করোনা আতংকে আদায় করতে মসজিদে যান নি। বেশ কয়েকটি মসজিদের ঈদগা কমিটির সাথে আলাপকালে তারা বলেছেন, আগে থেকেই মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়েছিল। সামাজিক শারীরিক দুরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে হবে। মুসুল্লিদের বসবার সে ভাবেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কিছু মানুষ অজ্ঞতায় ভর করে সে নিয়ম মানতে নারাজ। তারপরও কমিটির পক্ষ থেকে যথেষ্ঠ সর্তকতা অবলম্বন করেই ঈদের নামাজ শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.