পাবনায় বিশ্ব পর্যটন দিবস উৎযাপিত
রফিকুল ইসলাম সুইট : “পর্যটনে নতুন ভাবন” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২২। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উৎযাপিত হয়। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যটন ব্য্রান্ডনেস এর উপর “ মুজিব বাংলাদেশ” শিরোনামে একটি প্রামান্যচিত্র দেখানো হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার লুৎফুন নাহার শারমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সংবাদ পত্র পরিষদেও সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, হোটেল ও রেস্তুরা মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বাচ্চু, পর্যটন রোস্তুরা বাংলাদেশ এর উপ ব্যবস্থাপক আনন্দ কুমার প্রমূখ। সভায় বক্তারা বলেন, ভূ প্রকৃতিতে বাংলাদেশ পর্যটন সমৃদ্ধ দেশ। এই দেশের নদী, পাহাড়, সাগর, ঐতিহাসিক স্থানসহ বিভিন্ন সম্পদ আছে যা পর্যটকদেও আকর্ষন করে। এসব সম্ভাবনা কে কাজে লাগাতে পারলে দেশ বিদেশী পর্যটক আকর্ষিত হবে ফলে উন্নত দেশ গড়া তরান্বিত হবে।