সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবিতে পাবনায় গণ-অনশন কর্মসূচি পালিত
পাবনা প্রতিনিধি : সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবিতে পাবনায় গণ-অনশন কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। শনিবার দুপুরে পাবনার শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়। পরিষদের অন্য দাবিগুলো হলো- বৈষম্য বিলুপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, আর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টন যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদ পাবনা জেলা শাখা, কর্মসূচী চলাকালে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ড, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষ ভদ্রসহ অনেকে। বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরেও এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখনো নিরাপদ নয়। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ঘোষিত সাত দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।