মেহেরপুরের গাংনীতে সরকারি রাস্তা ঘেরা নিয়ে সংঘর্ষ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মিলপাড়ায় সরকারি রাস্তা ঘিরে নেওয়াকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন গাড়াডোব গ্রামের রাইস মিল পাড়ার শফিউদ্দিনের ছেলে আব্দুল গনি, দাউদ হোসেন ও তার স্ত্রী সেলিনা খাতুন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা সূত্রে জানাগেছে, প্রধান সড়ক থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত ইউনিয়ন পরিষদের হেরিংবন্ড রাস্তা রয়েছে। হঠাৎ শনিবার দুপুরের দিকে আইয়ুব হোসেন অন্যদের যাতায়াত করতে দিবে না মর্মে হেরিংবন্ড রাস্তা ঘিরে দেওয়ার চেষ্টা করে। রাস্তা ঘিরতে বাঁধা দিতে গেলে প্রতিবেশি ফকির আলীর দুই ছেলে কেসমত আলী ও আয়ুব হোসেন। এক পর্যায়ে আইয়ুব হোসেনের ছেলে রাজীব হোসেন, রাজু আহম্মেদও রায়হান উদ্দীন দেশীয় অস্ত্রসহ রড-বাঁশের লাঠি, শাবল দিয়ে আব্দুল গনি ও তার ভাবি সেলিনা খাতুন কে মারপিট করে রক্তাক্ত জখম করে। এসময় আব্দুল গনির ভাই দাউদ হোসেন ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, যে রাস্তা নিয়ে সংঘর্ষ হয়েছে সেটার মালিক ইউনিয়ন পরিষদ। কেউ চাইলেই ঘিরতে পারবে না। তবে এই রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংর্ঘষ দুঃখজনক। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনা শুনেছি আভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।