মহেশখালীর মাতারবাড়ীতে বসতভিটা প্রবেশ করতে না পেরে অনশন
ইয়াছিন আরাফাত,মহেশখালীঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বাংলা বাজারের পশ্চিম পাশে মাঝের ডেইল এলাকায় বসতবিঠা সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাম কাদেরের পরিবার কে দীর্ঘ দিন ধরে জিম্মি করে রেখেছে এমন অভিযোগ আপন সহোদর হাজী গোলাম কুদ্দুসের বিরুদ্ধে। গোলাম কাদেরের স্কুল পড়ুয়া ছাত্রী ফাতেমা জান্নাত রিফাসহ পরিবার পরিজন নিয়ে ক্রয়কৃত জমির বাড়ীতে প্রবেশ করতে না পারায় উঠানে অনশনে করে খোলা আকাশে বসবাস করে মানবতার জীবন-যাপন করতেছে। তারা বাড়ীতে প্রবেশ করতে চাইলে তাদেরকে পেশাদার বখাটের মাধ্যমে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আহত করেছে বলে দাবি করেছে গোলাম কাদের গংরা। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর সোমবার মাতারবাড়ী মাঝের ডেইল গ্রামে। তবে কাগজ পত্র যাচাই করে বিচার শালিসের মাধ্যমে প্রকৃতি মালিককে জায়গা বুঝিয়ে দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত গোলাম কাদেরের।
অপরদিকে অভিযুক্ত গোলাম কুদ্দুসের পুত্র বধু সুবর্ণা মোস্তফা সীমার দাবী তারা বিচার মানার পক্ষে তবে বিচার কেন হচ্ছেনা তা আদৌও তাঁদের জানা নাই। স্থানিয় বাসিন্দা আবু বক্কার ছিদ্দিক বলেন, এটি সমাধান না হলে এলাকার আইশৃঙ্খলা বিনষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সংর্ঘষ ঠেকাতে এবিষয়ে স্থানিয় বাসিন্দারা বিষয়টি মিমাংশা করতে মহেশখালীর থানার নবাগত ওসি আব্দুল হাই,উপজেলা নিবার্হী অফিসার ও স্থানিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের হস্তেক্ষেপ কামনা করেছেন। ###