মেহেরপুরে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন(এমপি)। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনসুর আলম। এছাড়া পুলিশ সুপার এস.এম.মুরাদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় ১২ টি স্টল আধুনিক বর্জ ব্যবস্থাপনার উপর প্রদর্শন করে ।