ফেইসবুকে বিরুপ মন্তব্য করায় স্কুল শিক্ষক তুষার চৌধুরী সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় যশমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার চৌধুরী সাময়িক বরখাস্ত। জানাযায়, গত ২৭ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩৮.০০.০০০০..০০৮.১২.০০৭.১৬.৩৭৪ নং স্বারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার সনদ সমূহ সার্ভিসবুকে অন্তর্ভূক্তকরণে পত্র জারী হয়। যশমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার চৌধুরী ২৭অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে জারীকৃত পত্র নিয়ে বিরুপ মন্তব্য ও অবজ্ঞা করেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি-৩(খ) পরিপন্থি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘনের দায়ে ২৮অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেপ্রাশিঅ/নেত্র/২০২০/১৩১৯ নং স্বারক মূলে ২৮-১০-২০২০খ্রি: তারিখ থেকে সরকারি চাকরি হতে তাকে সাময়িক বরখাস্ত করেন।
উল্লেখ্য চলতি বছরেই উর্ধত্বন কর্মকর্তার সাথে অশালীন আচরণের জন্য তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন।