কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেসক্লাবের গৌরবের ৫৩বছর পূর্তি পালিত হয়েছে। প্রেস ক্লাবের
সৈয়দ শামসুল হক মিলনায়তনে প্রে সক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালিন সভাপতি এ কে এম সামিউল হক নান্টু। পরে কেক কেটে আনন্দ
উৎসব পালন করা হয়। এছাড়া এখন পর্যন্ত প্রয়াত ৭জন সাংবাদিকের আত্নার মাগয়েরাত কামনা করে দোয়া করা হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি এ কে এম সামিউল হক নান্টু জানান, ১৯৬৭ সালের ২৭ অক্টোবর কুড়িগ্রাম প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন সাংবাদিক ছিলেন মাত্র ৩জন। আজ এক ঝাক তারুণ্যদিপ্ত সাংবাদিক
কুড়িগ্রাম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এ দেখে আমার গর্ব হয়। শান্তি পাই। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় স্বাস্থ্য বিধি মেনে আনন্দ উৎসবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, সাবেক সভাপতি সফি খান, তথ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ নুরন্নবী খন্দকার বাবলা, সিনিয়র সাংবাদিক সহযোগী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, রাজু মোস্তাফিজ, হুমায়ূন কবির সূর্য্য, রেজাউল করিম, গোলাম মাসুদ, মাহফুজার রহমান টিউটর, মিজানুর রহমান মিন্টু, এ বি সিদ্দিক, আব্দুল ওয়াহেদ, একরামুল হক সম্রাট প্রমুখ।