সন্ত্রাস,মাদক ও দূর্নীতি বন্ধ করতে বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন চান – হুমায়ন কবির চৌধুরী

0

নিজস্ব প্রতিনিধি : আসন্ন পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় প্রতিক নৌকার মনোনয়ন চান বেড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির চৌধুরী । গত ১০ সেপ্টম্বর বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মৃত্যু বরণ করলে বেড়া উপজেলা চেয়ারম্যানের আসনটি শূন্য হয় ।

ইতিমধ্যে তফসিল ঘোষনার আগেই বেড়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু হয়েছে । পিছিয়ে নেই বেড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির চৌধুরী । এলাকায় পোষ্টার লিফলেট বিতরণ,পথ সভা,উঠান বৌঠক,দলীয় নেতা-কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ, স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে দলীয় প্রতিক নৌকা পেতে যোগাযোগ শুরু করে দিয়েছেন ।

বিডি২৪ ভিউজ কে বেড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন কবির চৌধুরী বলেন দল মনোনয়ন দিলে এবং বিজয়ী হলে তিনি সন্ত্রাস,মাদক ও দূর্নীতি দমন করবেন।  এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত গ্রাম হবে শহর প্রকল্প বাস্তবে রুপদিতে কাজ করবেন এছাড়া বেড়া উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাবেন । আমিনপুর থানার আমিনপুর গ্রামের মৃত আব্দুল মজিদ চৌধুরীর সন্তান হুমায়ন কবির চৌধুরী ১৯৬৮ সালের ১৮ জানুয়ারী আমিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর দাদা মরহুম আয়েন উদ্দিনের নামে হুমায়ন কবির চৌধুরীর বাবা  প্রতিষ্ঠা করেন আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় ।

হুমায়ন কবির চৌধুরী আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য ।
হুমায়ন কবির চৌধুরী  ১৯৮৪ সাল থেকে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন । ২০১২ সালে জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা,২০১৪ সাল থেকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।
২০১৮ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বেড়া উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এছাড়া বিসিক শিল্প মালিক সমিতির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিসিআসি  অনমোদিত সার ডিলার সমিতি(বিএফএ) এর পাবনা জেলা ইউনিটের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.