রাজধানীর শ্যামপুরে ১ বছর ২মাস পার হলেও ধর্ষণ চেষ্টা মামলার বিচার পায়নি সেতু আক্তার

0

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামপুর বালুর মাঠে ১ বছর ২ মাস পারহলেও ধর্ষণ চেষ্টা মামলার বিচার পায়নি সেতু আক্তার নামের ত্রক গৃহবধু। মামলার বিবরনে জানা যায় সেতু আক্তারের বাসার নিচে ভাড়া থাকতেন রুম্মন মৃধা নামে ত্রক ব্যাক্তি সেতু বাসা ভাড়া চাইতে গেলে তাকে প্রায় সময়ই কু-প্রস্তাব দিয়ে আসতেন রুম্মন। ২০১৯ সালের ৩১ শে অগাস্ট রাত অনুমানিক ৮.৩০ মিনিটের সময় সেতু আক্তার তার নিজ বাসায় কাজ করতে ছিলেন বাসায় তার স্বামী সন্তান কেহই ছিলনা ফাকা বাসা পেয়ে বাসায় ঢুকে দরজা লাগিয়ে সেতু আক্তার কে জোরপূর্বক মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন রুম্মন মৃধা নামে ত্রক ব্যাক্তি। সেতু আক্তার তার হাত থেকে ছুটে বাচার জন্য পাশের রুমে গেলে রুম্মন মৃধা গিয়ে মাথার চুল ধরে ত্রলো পাথারি মারতে শুরু করেন। ত্রই মুহুর্তে সেতুর স্বামী লিটন মিয়া ত্রসে দেখেন অ তার স্ত্রী অচেতন অবস্থায় পরে আছেন। ত্রমন সময় রুম্মন কে বাধা দিতে গেলে লিটনের সাথে হাতা হাতি ও ধস্তা ধস্তি হয়। ত্র বিয়ষ শ্যামপুর থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে পুলিশ কোর্টে মামলা করার পরামর্শ দেন।

সেতু আক্তার ১১.০৯.২০১৯ ইং তারিখ বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ত্র ২০০৩ ত্রর ৯(৪)(খ) তৎসহ ৩২৩/৩০৭/৫০৬ ধারায় রুম্মন সহ ৩ জন কে আসামি করে মামলা ধায়ের করেন। মামলা তোলার জন্য সেতুকে ভিবিন্ন ভাবে হুমকি দিচ্ছে রুম্মন ত্রমন অভিযোগ পাওয়া গেছে। দৈনিক রুপ বাণীর আনু সন্ধানে নেমে আসে রুম্মন ত্রক জন প্রতারক, ত্রলাকায় ত্রক সময় ঠেলা গাড়ি চালিয়ে কোন রকম জীবন জাপন চালাত ত্রখন বিভিন্ন প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক। তার হাত থেকে রক্ষা পায়নি সেতুর স্বামী লিটন মিয়াও ৫ই জানুয়ারি ২০২০ ইং তারিখ স্বাক্ষর ও ছবি জাল করে ডেমরা সাবরেজিস্ট্রারের অফিসে মোটা অংকের ঘুষ দিয়ে জুরাইন মৌজার দের কাঠা জমি দলিল করে নেন রুম্মন মৃধা ত্র ব্যাপারে লিটন মিয়া বাদি হয়ে আদালতে ২৭ শে অক্টোবার রুম্মন সহ আট জনকে আসামি করে ত্রকটি প্রতারনা মামলা করেন মামলা নং ১৪২/২০২০

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.