কাপ্তাইয়ে মতবিনিময় সভায় ইউএনও’র বক্তব্য শুনে মুগ্ধ গণমাধ্যম কর্মীরা

0

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে : কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন কাপ্তাই উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন (মহি)।

১৩ আগস্ট কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বিকাল সাড়ে তিন ঘটিকার সময় পরিচিতি শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপ্তাই গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গণমাধ্যম কর্মী মাহফুজ আলম ও ঝুলন দত্ত।

বক্তারা কাপ্তাই উপজেলার গণমাধ্যম কর্মীদের সমস্যা সংক্রান্ত নানা বিষয়ে তুলে ধরেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল বিষয়াদি গুরুত্বের সাথে শুনেন এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। পদ পদবীর কারণে দ্বিধা বিভক্তি হলে তা হবে দুঃখজনক কারন গণমাধ্যম হলো একটি শক্তিশালী মাধ্যম,সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা দেশ,জাতি ও নিজ-নিজ এলাকার সরকারি উন্নয়ন কর্মকান্ডসমুহ বস্তুনিষ্ঠ সংবাদে তুলে ধরে প্রচারে প্রসার ঘটাবে বলে প্রত্যাশা করে মতবিনয় কালে এসব কথা বলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন(মহি)।

এসময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, গণমাধ্যম কর্মী মাহফুজ আলম, চৌধুরী রিপন, রিপন মারমা, উকিংপ্রু মারমা,মাসুম বাবুল, একে অপু, ঝুলন দত্ত, কাজী মোশারফ হোসেন, অর্ণব মল্লিক ও কবির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.