নেত্রকোনায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭২তম জন্মদিন পালিত

0

নেত্রকোণা প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেককাটা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা হিমু পাঠক আড্ডার আয়োজনে হলুদ পাঞ্জাবী পরে ও নীল শাড়িতে রূপা সেজে শহরের সাতপাই এলাকার চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সকাল ১১ টায় ভার্চুয়াল পদ্ধতিতে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধণ ঘোষণা করেন বিশিষ্ট চিন্তাবিদ প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। শোভাযাত্রা শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক মতিন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, প্রেসক্লাব সম্পাদক ছড়াকার শ্যামলেন্দু পালসহ আরো অনেকে।

এছাড়াও শিশু, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের সামজিক ব্যক্তিত্বরা অংশ নেন। এদিকে সন্ধ্যা ৬ টায় নেত্রকোনা শিল্পকলা একাডেমীর নজরুল মঞ্চে লেখকের তৈরী নাটক সিনেমার গান নিয়ে বাদ্য বাজনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে নাচ গান পরিবেশন করবে সংগঠনের সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এছাড়াও জেলার মোহনগঞ্জ উপজেলায় লেখকের জন্মস্থান নানার বাড়িতে দোয়া ও পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলার কুতুবপুর লেখকের নিজ প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালে নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহন করেন। যাদুর লেখায় কয়েক প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি। ছোটগল্প, উপন্যাস, নাটক, গান বা চলচ্চিত্র, যেখানেই হাত দিয়েছেন, তা সমৃদ্ধ করেছেন আপন দক্ষতায়৷
১৯৭২ সালে তার প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকের ভূমিকায় খ্যাতিমান আহমেদ শরীফ লিখেছিলেন, তার প্রতিভার কথা। এরপর আর থেমে থাকেননি হুমায়ূন। শত ফুল ফুটিয়ে রাঙিয়েছেন দেশের সাহিত্য অঙ্গন। মধ্যবিত্ত পাঠক, যাদের কাছে এক সময় পশ্চিম বাংলার গল্প-উপন্যাসই ছিলো সাহিত্য আস্বাদনের মূল অবলম্বন, তাদের ফিরিয়েছেন। জন্ম দিয়েছেন বাংলা নাটকে বাকের ভাইয়ের মতো চরিত্র। রুপালি পর্দায় উপহার দিয়েছেন শ্রাবন মেঘের দিন, দুই দুয়ারি, ঘেটুপুত্র কমলার মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ নিয়ে তার জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমনি চলচ্চিত্র থাকবে কালজয়ী হয়ে।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.