পুলিশের ফাঁদে বিকাশের প্রতারক চক্রের মূলহোতা আটক

0

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বিকাশ এজেন্ট থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা সাগর হোসেনকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামানের পাতা ফাঁদে মান্দা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।পুলিশ রাতে তাকে সাঁথিয়া থানায় নিয়ে আসে। সে নওগাঁ জেলার মান্দা উপজেলার বাংড়া গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর পাবনার সাঁথিয়া থানার ডিউটি অফিসার এ এস আই মকুলের কাছে ৪ টার দিকে তার উর্ধ্বতন কর্মকর্তা সার্কেল এএসপি পরিচয়ে এক জন ফোন করে। ফোন করে তিনি বলেন, থানার সামনে বিকাশের দোকান আলিম ফার্মেসীতে যেতে। তিনি আলিম ফার্মেসীতে গিয়ে আব্দুল আলিম মুনুকে ফোন ধরায়ে দেন। আলিমের সাথে ফোনে কথা বলানোর পরে তিনি চলে আসেন। এর কিছুক্ষণ পর ঐ পরিচয়ের সূত্রধরে থানার ডিউটি অফিসার বাহিরে আছে বলে ফোন দেয়। এসে টাকা দিবেন, তুমি তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দাও। এভাবে সে প্রতারণার জাল বিস্তার করে পরপর তিনটি নাম্বারে ২৯,৬৪০ টাকা হাতিয়ে নেয়। পরে এএসআই মুকুলের কাছে টাকা চাইতে গেলে বিষয়টা পরিস্কার হয়। একটি প্রতারক চক্র টাকাটা হাতিয়ে নিয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এএসপি পরিচয়দানকারী সাগর হোসেন প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য । সে বিভিন্ন সময় এভাবে প্রতারণার জাল বিস্তার করে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে মান্দা থানায় একাধিক মামলা আছে।

এ বিষয়ে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.