আনোয়ারায় চোলাই মদসহ গ্রেফতার ৩
শেখ আবদুল্লাহ,আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়নের কালিবাড়ি ভুঁইয়া মার্কেট এলাকা থেকে ছয়শত চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে দিকে উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি ভুঁইয়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন,২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের মৃত নুরুল হকের ছেলে মোঃ বেলাল হোসেন(৪০),গুন্দীপ গ্রামের হাসমত আলীর ছেলে মোঃ লিটন(২৮) একই গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে নজির আহমেদ (৫০) । পলাতক আসামি চাপাতলী এলাকার মৃত পেচু মিয়ার ছেলে মোঃ জানে আলম(৫০)
গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে কালিবাড়ি ভুঁইয়া মার্কেট এলাকায় কতিপয় লোক সিএনজি করে চোলাইমদ নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করতেছে। ততক্ষণই রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এস আই মোবারক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় অভিযান চালিয়ে তাদেরকে চোলাইমদ সহ গ্রেফতার করা হয়।এই চোলাইমদের মূল মালিক গুন্দীপ গ্রামের হাজ্বী নাছির বলে তারা প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকারোক্তি দেন।
এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে সহ ৬’শ লিটার চোলাইমদ আটক করে থানায় নিয়ে আসা হয়।এতে একজন পলাতক রয়েছে এবং চোলাইমদের মালিক সহ বাকিদের আইনের আওতায় আনার জন্য দ্রুত চেষ্টা চালানো হবে।