মহেশখালীর মাতারবাড়ী প্রধান সড়কে যানবাহন থেকে মাসে লাখ টাকার চাঁদাবাজি, রুখবে কে

0

ইয়াছিন আরাফাত কক্সবাজার:কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী প্রধান সড়কে একাধিক স্টেশনে ব্যাটারিচালিত যান টমটম গাড়ীসহ ছোটখাটো নানা যানবাহন থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এসব চাঁদার ভাগ যাচ্ছে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে। তাদের ছত্রছায়ায় চলছে বেপরোয়া চাঁদাবাজি। একাধিক রাজনৈতিক সংগঠনের নেতারাই এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর।

উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংলগ্ন সড়কের এক নাম্বার গেইট সাইরার ডেইল অঘোষিত স্টেশন বসিয়ে ছোটখাটো টমটম গাড়ী থামিয়ে আদায় করা হচ্ছে টাকা। এমনকি দরিদ্র টমটমচালকরাও রেহাই পাচ্ছে না চিহ্নিত চাঁদাবাজদের হাত থেকে। সরেজমিন এলাকাবাসী ও গাড়ী ড্রাইবারদের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী এসব চাঁদার পরিমাণ প্রতি গাড়ী থেকে ১০ থেকে ২০ টাকা। মাতারবাড়ী উক্ত সড়কের বিভিন্ন স্টেশন থেকে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার টাকা করে মাসে প্রায় লাখ লাখ টাকা শুধু পরিবহন খাত থেকেই আদায় করা হয়। সাইর ডেইল এক নাম্বার গেইট টমটম গাড়ী থেকে আদায় করা হয় মাসে লাখ টাকাআর আদৌ চাঁদাবাজি বন্ধ হবে কিনা কেউ বলতে পারতেছেনা।

তবে এসব সড়কে অঘোষিত চাঁদাবাজি রুকবে কে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানিয়দের মাঝে। জানাগেছে, চুনোপুঁটি রাজনৈতিক দলের নেতাদের নেতৃত্বে ও ছত্রছায়ায় স্থানীয় সাইরার ডেইল এলাকার আব্দু ছালাম লাইন্সম্যানের দায়িত্ব নিয়ে ক্ষমতাসীনদলের নাম ব্যবহার করে টুকনবিহীন চাঁদাবাজি চালাচ্ছেন মাতারবাড়ী সাইরার ডেইল কেন্দ্রীক। অভিযোগের বিষয়ে লাইন্সম্যান আব্দু ছালামের কাছে জানতে চাইলে, চাঁদা আদায়ের প্রশ্নই ওঠে না। কিছু কিছু টম টম গাড়ী থেকে মজুরী হিসেবে টাকা নেওয়া হয়। তিনি আরও বলেন, এখানে কোনো যানজট লাগলে তা ছাড়িয়ে দিয়ে থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টমটম চালক বলেন, টাকা না দিলে পার্কিং দূরের কথা, রাস্তার পাশে যাত্রী নামাতেও বাধা দেওয়া হয়। মারধর করে তাড়িয়ে দেয়।

এবিষয়ে মাতারবাড়ীর ফাঁড়ী পুলিশের আইসি এস আই সাখায়াত বলেন, এবিষয়ে তিনি অবগত নই,খোঁজ নিয়ে ব্যবস্থা নিবে বলে জানান। মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, কেউ যদি সড়কে চাঁদাবাজি করে থাকলে এটা অবৈধ। খবর নিয়ে অবশ্যই বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। আর এ বিষয়ে ব্যবস্থা নিতে মাতারবাড়ী দায়িত্বরত ইনর্চাজকে নির্দেশ দিবে বলে জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.