গাংনীর ধানখোলাতে প্রতিপক্ষের আঘাতে জাকিরুল আহত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে জাকিরুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ধানখোলা মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত জাকিরুল ইসলাম জানান, গত বুধবার একই গ্রামের তোফাজ্জল মাস্টার ও তার সঙ্গবদ্ধ লাঠিয়াল বাহিনী তাদের জমিতে জোরপূর্বক কলাই ক্ষেত কেটে নিয়েছে। আজ সকালে জোরপূর্বক ধান কেটে নেওয়ার সময় বাধা দিলে তোফাজ্জল মাস্টার ও তার বাহিনী দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে পিটিয়ে জাকিরুল ইসলামকে আহত করে। স্থানীয়রা জাকিরুল ইসলাম কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, প্রায় ছয় মাস পূর্বে একই পাড়ার মুনসুর আলীর ছেলে ফজলুল হকের ১০ কাঠা সিম ক্ষেত কেটে দিয়েছিলেন তোফাজ্জল মাস্টার। এছাড়াও কয়েকদিন আগে একই পাড়ার মরহুম বাসার মোল্লার ছেলে নাজমুল হকের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে দেওয়ায় গাংনী থানায় অভিযোগ রয়েছে তোফাজ্জল মাস্টারের বিরুদ্ধে।
প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন মাস্টারকে একাধিক বার মোবাইল ফোনে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।