নেত্রকোণার মদন পৌরসভা নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ঘুম হারাম

0

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণার মদন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের ঘুম হারাম হয়ে গেছে। শেষ মুহুর্ত্বে নিজ নিজ দলের মনোনয়ন নিশ্চিত করার জন্য লবিং ও তদবিরে ব্যস্ত সময় পার করছেন তারা। কে হচ্ছেন নৌকার মাঝি? সাবেক মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম নাকি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পৌর আওয়ামী লীগের সভাপতি সুরজিৎ বৈশ্য চৌধুরী, পৌর আওয়ামীলীগের নেতা বিমান কুমার বৈশ্য? অন্যদিকে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী জেলা যুবদলের নেতা এনামুল হক নাকি বিএনপি নেতা মাশরিকুর রহমান বাচ্চু ? আগামী ২৮ডিসেম্বর নেত্রকোণার মদনসহ দেশের ২৫টি পৌরসভায় ভোট গ্রহণে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)’র সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর । ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ডিসেম্বর ২০২০মঙ্গলবার, মনোনয়ন বাছাই ৩ডিসেম্বর বৃহস্পতিবার আর ভোট গ্রহণ ২৮ডিসেম্বর সোমবার। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে রাজনৈতিক দলের অংশগ্রহণের কারণে তৃণমূল পর্যায়ে চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। করোনা পরিস্থিতি উপেক্ষা করেই তারা জনসংযোগ শুরু করে দিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। আর দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান তালুকদার শামীম। তিনি বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। ১৯৮৮সালে থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন, পরবর্তীতে থানা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। দলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সদ্যঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফ জানান, আধুনিক ডিজিটাল সেবা সম্বলিত মদন পৌরসভা গড়ার লক্ষ্যে উন্নয়নের মহাসড়কে মদন পৌরসভাকে এগিয়ে নিতে এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচনে অংশ নিতে চাই। পৌরবাসীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। কাঙ্খিত উন্নয়নের স্বার্থে পৌরবাসী আমাকেই মেয়র নির্বাচিত করবেন। মদন পৌর আওয়ামী লীগের সভাপতি,সড়ক শ্রমিক পরিবহণ মদন শাখার সহ-সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খিষ্টান পরিষদ মদন শাখার সভাপতি, মদন বাজার বণিক সমিতির সভাপতি সুরজিৎ বৈশ্য চৌধুরী জানান, আমি পৌর আওয়ামী লীগের রাজনীতি করি। এলাকার সকল ভোটারের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থাকায় ব্যক্তিগত ও দলীয় ভোটের পরিমান আমার বেশি। আওয়ামীলীগ নেতা বিমান কুমার বৈশ্য জানান, তিনি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, যুবলীগের সাবেক সহ-সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে তিনি পৌর আওয়ামীলীগের সদস্য। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দু:শাসনের সময় আমার বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়েছিল। ৩বার জেল-হাজুতে গিয়েছিলাম। করোনা সংকটকালে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছি। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা করে আসছি। একটি মসজিদে ১০শতাংশ জমি দান করেছি। দলের দুর্দিনে মাঠে ছিলাম। তাই আশা করছি দল আমাকে মনোনয়ন দেবে। অপরদিকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সদস্য এনামুল হক ও বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মাশরিকুর রহমান বাচ্চু। পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সদস্য এনামুল হক জানান, জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে আছি এবং থাকবো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে শতভাগ বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মাশরিকুর রহমান বাচ্চু জানান, বিগত নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে নির্বাচন করেছিলেন। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নিবেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র নির্বাচনে অংশ নিবেন সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক। তিনি জানান, আগেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি মেয়র থাকাকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করেছেনবলে দাবী করেন। অপর স্বতন্ত্র প্রার্থী ওলামা পরিষদ মদন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রউফ জানান, মদন সেন্টাল জামে মসজিদে তিনি দীর্ঘদিন ইমামতি করেছেন, বর্তমানে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে জড়িত। এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা জেলার মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাস জানান, কেন্দ্রের নির্দেশে দলীয় প্রার্থী বাছাই শুরু হয়েছে। আমরা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছি। ভাল প্রার্থী বাছাই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমরা পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর কমিটির যৌথ সভায় এবং স্থানীয় সংসদ সদস্য’র পরামর্শে একক প্রার্থীর নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর চেষ্টা করবো। যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে সবাই তার পক্ষে কাজ করে দলীয় বিজয় নিশ্চিত করবে এমনটাই তাদের প্রত্যাশা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.