দি হাঙ্গার প্রোজেক্টের উদ্দ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ
মেহেরপুর প্রতিনিধি : দি হাঙ্গার প্রোজেক্টের উদ্দ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ আমার স্বাস্থ্য, আমার দায়িত্ব সবাই মিলে শপথ করি, করোনা ভাইরাস সহনশীল গ্রাম গড়ি’ এই প্রতিপাদ্যে সুস্বাস্থ্য ও মানসম্মত সেবা নিশ্চিতকরনে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য চিকিৎসা সরঞ্জাম বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে। জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের জেলা সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান ও আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু ও রবিউল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী হেলালউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, কোভিড ভাইরাস মোকাবেলায় দি হাঙ্গার প্রজেক্ট এই উদ্দ্যোগের প্রশংসা করেন তিনি। সরকারের ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উদ্দ্যোগের কথা জানান তিনি। করোনা ভাইরাস এর সংক্রমন থেকে সবাইকে সচেতন করার কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবায় দি হাঙ্গার প্রজেক্ট এর এই সহায়তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্দ্যোগ কমিউনিটি ক্লিনিক সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং জনগন যাতে এর সুবিধা ভোগ করে সেদিকে সবাইকে সহযোগিতার আহবান জানান।
sent Yesterday at 18:55
sent Yesterday at 18:56
গাংনীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ