পাবনায় তিন দিনের খাদ্য প্রদর্শনী উদ্বোধন প্রথমবারের এমন আয়োজনে অংশ নিয়েছে ২২ জন নারী উদ্যোক্তা
পাবনা প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে মহিলা উদ্যোক্তাদের তিন দিনের খাদ্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে পাবনাতে। এটিই পাবনাতে আয়োজিত প্রথম খাদ্য প্রদর্শনী, অংশ নিয়েছেন ২২ জন নারী উদ্যোক্তা। স্থানীয় আর এম একাডেমি মিলনায়তনে সকাল সাড়ে এগারোটায় এর উদ্বোধন করেন আর এম একাডেমি স্কুল এন্ড কলেজের সভাপতি সোহেল হাসান শাহিন। অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও অতিথি থেকে বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের মহযোগী অধ্যাপক কলিম উদ্দিন, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক সনম রহমান, খাদ্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ¦ মিজানুর রহমান মিজু ও তহুরা আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবুল ইসলাম। প্রদশর্নীতে বাহারী রঙের মনোলোভা নানা আয়োজনের খাদ্য সামগ্রী প্রদর্শন করা হয়েছে। এটি চলবে ২৭ নভেম্বর অবধি। উদ্বোধনী অনুষ্ঠানে সূধীজন উপস্থিত ছিলেন। ফেইসবুক গ্রুপ হাংরি পাবনার সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশন এই প্রদর্শনীর আয়োজন করেছে।