কুষ্টিয়ায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দাবি দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি : শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দাবি দিবস পালিত। কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে ২৫শে নভেম্বর বুধবার সকাল ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি আমিরুল ইসলাম মোকল, জাতীয় শ্রমিক ফেডারেশনের এরশাদুল হক আশরাফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট পলান বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নীলকমল বিশ্বাস, টিসিবি হাফিজ সরকার, জাতীয় শ্রমিক ফেডারেশন কুষ্টিয়ার মতিউর রহমান।
সমাবেশ শেষে প্রধান সড়ক দিয়ে মিছিল বহর নিয়ে স্থানীয়ভাবে ১১ দফা দাবি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৯ দফা দাবি কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফর নাহার।
দাবির মধ্যে অবিলম্বে স্থানীয় দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি, সাহিত্য, শ্বাসিত শিল্প কলকারখানা সিবিএ ও নন সিবিএ নেতৃবৃন্দ, নির্মাণ শ্রমিক, অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, হোটেল শ্রমিক। স্মারকলিপি জমা দেয়ার সময় মিছিল সহকারে জেলা প্রশাসকের বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে উপস্থিত হয় তারা। সাত সদস্য একটি প্রতিনিধিদল জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন বলে জানান তারা।