মহেশখালীতে জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী স্কুল শিক্ষক তোহার উদ্দিন পলাতক

0

মহেশখালী প্রতিনিধি : মহেশখালীর জে.এম. ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তোহার উদ্দিন জাল সনদ, নিয়োগ জালিয়াতি, প্রশ্ন-ফাঁস ও অর্থ লেনদেনের অভিযোগে দায়ের হওয়া মামলায় বর্তমানে পলাতক। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দায়ের করা মামলাটি আদালতে গৃহীত হওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সরকারি ব্যানবেইচ জরিপে দেখা যায়-২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি চকরিয়া গ্রামার স্কুলে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর নিয়োগপত্রে উল্লেখ রয়েছে তিনি

২০১৫ সাল থেকে জে.এম. ঘাট বিদ্যালয়ে শিক্ষকতা করছেন-যা নিয়োগ প্রক্রিয়ায় জাল তথ্যের ব্যবহার নিশ্চিত করছে।

তোহার উদ্দিনের বিরুদ্ধে প্রশ্নফাঁস চ ক্রে সম্পৃক্ততার অভিযোগও আছে, যা তদন্তাধীন। স্থানীয় সূত্র বলছে, অনিয়মের কারণে তিনি এর আগে বিভিন্ন বিদ্যালয় থেকেও বহিষ্কৃত হয়েছিলেন। নিয়োগ কমিটির সদস্যরা দাবি করেছেন-নিয়োগ প্রক্রিয়ার মূল সিদ্ধান্ত নেন সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। তদন্তকারীরা তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন-জাল সনদের প্রমাণ পাওয়ায় তোহার উদ্দিনকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং নিয়োগ নথিতে ব্যাপক জালিয়াতি পাওয়া গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক গা-ঢাকা দিয়েছেন। বিদ্যালয়ে অস্থিরতা দেখা দিয়েছে, শিক্ষার্থী-অভিভাবকেরা শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ চান। ###

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.