চরতারাপুরে ব্রীজ ভাঙায় জড়িতদের গ্রেফতার এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
পাবনা প্রতিনিধি: পাবনা চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া সড়কের (কালভার্ট) ব্রীজ ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি এবং গ্রামের নিরীহ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কাঁচিপাড়া গ্রামবাসী। মঙ্গলবার বেলা ১২টায় পাবনা সুজানগর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, ময়নুদ্দিন বিশ্বাস, আব্দুল বারেক শেখ, মজিবর বিশ্বাস, তাহের শেখ, মহসিন বিশ্বাসসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, কাঁচিপাড়া গ্রামের একমাত্র চলাচলকারী সড়কে অবৈধ বালু ব্যবসায়ীদের রাস্তায় ভারী ওভারলোড গাড়ি যাতায়াতে নিষেধ করায় তারা চক্রান্তকরে রাতের আধারে ভেকু দিয়ে ব্রীজটি ভেঙে গুড়িয়ে দিয়ে গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও হুমকি দিয়ে আসছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তারা অবিলম্বে মূল অপরাধীদের গ্রেফতারের দাবি ও গ্রামের নিরীহ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি না করার আহ্বান জানান। মানববন্ধনে কাঁচিপাড়া গ্রামের কয়েশত মানুষ উপস্থিত ছিলেন।