পাবনায় বিএনসিসির করোনা ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট, মাস্ক বিতরণ ও র‌্যালী

0
পাবনা প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) পাবনার আয়োজনে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে শহরে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। রোববার বেলা ১১ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী এই কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: হুমায়ুন কবির মজুমদার। এসময় উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট মান্ডার লে. কর্ণেল এ.কে.এম ইকবাল হোসেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ। বিএনসিসির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শহর প্রদক্ষিন করে। এ সময় প্রচার যন্ত্রের সাহায্যে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.