গাংনী পৌর নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা
তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত সহকারি রির্টার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য এসব প্রার্থীরা।
মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক মেয়র আহম্মেদ আলী, বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আশরাফুল ইসলাম, ইনসারুল হক ইন্সু ও আনারুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরাইরা।
পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে পাঁচ জন, ২নং ওয়ার্ডে তিন জন, ৩নং ওয়ার্ডে পাঁচ জন, ৪নং ওয়ার্ডে দুই জন, ৫নং ওয়ার্ডে চার জন, ৬নং ওয়ার্ডে আট জন, ৭নং ওয়ার্ডে চার জন, ৮নং ওয়ার্ডে চার জন এবং ৯নং ওয়ার্ডে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং ওয়ার্ডে দুই জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ২নং ওয়ার্ডে তিন জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে পাঁচ জন মনোনয়নপত্র দাখিল করেন।