মেহেরপুরে যুবলীগের গনতন্ত্র বিজয় দিবসে আনন্দ মিছিল ও সমাবেশ

0
তৌহিদ উদ দৌলা রেজা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে ক্ষমতাসীন দলটি দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপনের কর্মসূচি দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। এ কারণে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগ গনতন্ত্র বিজয় দিবসের আনন্দ মিছিল ও সমাবেশ করেছে । বুধবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয। এসময় পৌর কাউন্সিলর সাবেক ছাত্রনেতা নুরুল আশরাফ রাজিব, সাবেক ছাত্র নেতা হাসানুজ্জমান হিলন, মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জল, শেখ শারাফত, আফজাল হোসেন লিখন, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, শহর যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সুইট, কুতুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান হোসেন মন্টু, মহাজনপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ধর্মবিষয়ক সম্পাদক আব্বাস আলী, গাংনী উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ শেখসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.