ঈশ্বরদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে চারটি বিশেষ অভিযান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলনের তিনটি পয়েন্টে চারটি বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।গতকাল সোমবার (০৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার ও দাদাপুরের নদীএবং চরে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ বাহিনীর সহযোগিতায় এই অভিযানের নেতৃত্বে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস। অভিযানের সময় তিনটি স্পটের চারটি অভিযানে পদ্মানদী ও চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, চারটি ভ্যেকু মেশিন ও একটি ট্রাক জ্বব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে লক্ষীকুন্ডার পদ্মা নদী ও চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নজরে আসায় প্রশাসনের উদ্যোগে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে জড়িতরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ইউএনও পিএম ইমরুল কায়েস বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে।