গাংনী পৌরসভা নির্বাচনে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী আহম্মেদ আলীর মতবিনিময়
তৌহিদ উদ দৌলা রেজা: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আহম্মেদ আলী গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাব সভাপতি প্রভাষক রমজান আলী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহসভাপতি মজনুর রহমান আকাশ, আরটিভি মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুলসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদ প্রার্থী সাবেক মেয়র আহাম্মদ আলী নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । তিনি উল্লেখ করেন, যুবলীগ নামধারী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম বিভিন্ন সময় মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। জনগনকে সতর্ক থাকার আহবান জানান। তিনি কখনও যুবলীগ করেননি বলে দাবী করেন, তিনি দলে অনুপ্রবেশকারী হিসেবে দলের ভাবমুর্তি নষ্ট করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, দলের সকল নেতা ও কর্মী ঐক্যবদ্ধ। স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থীর জনপ্রিয়তায় ভীত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করছেন। কালো টাকা ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী নৌকার বিপক্ষে কাজ করছেন। তিনি আরও বলেন, আমরা দলীয় ও নির্বাচনী কমিটির পক্ষ থেকে নির্বাচনী আচরনবিধি মেনে নির্বাচন করছি। আমরা কোন আচরনবিধি লংঘন করিনি। তিনি অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম কালো টাকা দিয়ে বিভিন্ন সময় আচরন বিধি লংঘন করছেন। দলের সকল স্তরের নেতাকর্মীদের আগামী ১৬ ই জানুয়ারী গাংনী পৌরসভায় যে নির্বাচন হচ্ছে সেখানে নৌকার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগ দাবী করলে নৌকার বিপক্ষে কাজ করা যাবেনা বলে তিনি উল্লেখ করেন। বক্তারা নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।