সরকারি শিশু পরিবার নেত্রকোণায় অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

0

মেহেদী হাসান আকন্দ: সরকারি শিশু পরিবার নেত্রকোণায় অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার সকাল ১০টায় নেত্রকোণা জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি এলাকায় প্রতিষ্ঠিত সরকারি শিশু পরিবারের আয়োজনে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: আলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলামিন হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাসিমা আক্তার, রৌহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমান, মোহাম্মদ আলী মাইজীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সরকারি শিশু পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণার উপতত্ত্বধায়ক তারেক হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শিশু পরিবারের সদস্যদেরকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনের আহবান জানান। এছাড়াও তিনি শিশু পরিবারকে যে কোনো প্রয়োজনে সর্বদা সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস দেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে নেত্রকোণা জেলায় সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র এতিম শিশুদের লালন পালনের একমাত্র প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা। দেশব্যাপী পরিচালিত ৮৫টি সরকারি শিশু পরিবারের মধ্যে এটি একটি অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে জেলা শহরের নিজামপুর এলাকায় প্রতিষ্ঠিত হলেও ২০০১ সালে ৫মে সরকারি শিশু পরিবারে রুপান্তরিত হয়ে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী এলাকায় স্থাপিত হয়। ৩একর জায়গায় মনোরম পরিবেশের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০০জন এতিম শিশু লালিত পালিত হচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.